সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / তিন দিনের সফরে কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি

তিন দিনের সফরে কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনদিনের সফরে আগামীকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন। আগামী শুক্রবার দুপুর পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন। এ সফরে হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম পরিদর্শন করবেন তিনি। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি এ সময়ের মধ্যে হাওরের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা যাবেন। রাষ্ট্রপতি আগামীকাল মিঠামইন হেলিপ্যাডে পৌঁছাবেন বিকেল পৌনে তিনটায়। মিঠামইনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে স্থানীয় ডাকবাংলোয় গার্ড অব অনার দেয়া হবে।

এদিন সন্ধ্যায় মিঠামইন সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে রাতযাপন করবেন নিজ বা‌ড়ি কামালপুরে।

পর‌দিন বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মিঠামইন থেকে ইটনা উপজেলা সদরে যাবেন রাষ্ট্রপ‌তি। সেখানে বিকেল ৪টায় ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইটনা থেকে অষ্টগ্রামে যাবেন।

সন্ধ্যা ৭টায় অষ্টগ্রাম উপজেলা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে রাতে মিঠামইনে থাকবেন।

সফরের শেষ দিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মিঠামইনে নির্মাণাধীন সেনা‌নিবাস পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। বিকেল পৌনে তিনটায় মিঠামইনে নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ শেষে বিকাল সোয়া তিনটায় হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *