সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / স্বাস্থ্যবিধি মেনে বশেফমুবিপ্রবিতে স্নাতক পরীক্ষা শুরু

স্বাস্থ্যবিধি মেনে বশেফমুবিপ্রবিতে স্নাতক পরীক্ষা শুরু

হাওর বাংলা ডেস্ক : স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের ‘জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং’ কোর্সের পরীক্ষায় বসার মাধ্যমে দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা।

এর আগে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে এবং স্যানিটাইজার ব্যবহার করে মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অস্থায়ী অ্যাকাডেমিক ভবনের পরীক্ষা হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এদিকে সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, অতিমারী করোনার মধ্যে আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে ক্লাস পরিচালনা করেছি। এ অবস্থায় সরকার ও ইউজিসির নির্দেশনা যথাযথভাবে পালন করে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করছি।

‘নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে আমদের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সেশনজট মুক্ত রাখা। এজন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আশা করি, সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা পরীক্ষা শেষ করতে পারবো।’

পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষাও শুরু হবে বলে জানান মাননীয় উপাচার্য।

এর আগে গত বছরের ডিসেম্বরে অ্যাকাডেমিক কাউন্সিলের পঞ্চম সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *