সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / হাওরে করোনা আতঙ্কের মাঝেও খুন-সংঘাত, এমপি তৌফিকের উদ্বেগ

হাওরে করোনা আতঙ্কের মাঝেও খুন-সংঘাত, এমপি তৌফিকের উদ্বেগ

হাওর বাংলা ডেস্ক : কিশোরগঞ্জের হাওরাঞ্চলীয় উপজেলা ইটনা, অষ্টগ্রাম, মিটামইনে চলমান করোনা আতঙ্কের মধ্যে সংঘাত ও খুন-খারাবির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি), রাষ্ট্রপতির জেষ্ঠ্যপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (৬ এপ্রিল) কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে এমপি তৌফিক জানান, ‘সারা দেশের মতো এখানেও করোনাভাইরাসের ঝুঁকি ও আতঙ্ক বিদ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সামাজিক দূরত্ব বিধান, সঙ্গরোধ ও অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করছি। কিন্তু এরই মধ্যে খুন ও সংঘাত বৃদ্ধি পাওয়ায় আমি উদ্বিগ্ন।’

গত কয়েকদিনে হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা, মিটামইনে  গ্রাম্য কলহ ও পূর্ব শত্রুতার জেরে ২ জন খুন ও বহুজন আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে এমপি তৌফিক বলেন, ‘এসব তথ্য সঠিক এবং আমরাও এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আমরা করোনার মারাত্মক পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধারণ করে ঘরে থাকার জন্য বার বার আহ্বান জানাচ্ছি। কিন্তু এক শ্রেণির উশৃংখল মানুষ করোনার ফলে সৃষ্ট অলস পরিবেশে উস্কানিমূলক কাজ করছে। যার ফলে প্রায়ই দাঙ্গা, হাঙ্গামা, মারপিট হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।’
জানা গেছে, করোনার কারণে হাওরের তিনটি উপজেলার বিস্তৃত অঞ্চলের হাজার হাজার অধিবাসী ঢাকা, চট্টগ্রাম থেকে ছুটি পেয়ে বাড়ি এসেছেন। তদুপরি বিদেশ থেকেও কয়েক হাজার মানুষ এসেছেন। তারা সামাজিক দূরত্ব পালন ও সঙ্গরোধের বদলে আড্ডা, আলোচনা ও খোশগল্পে মশগুল হচ্ছেন। অনেকে সামাজিক সংঘাত ও কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়েও লিপ্ত হচ্ছেন। ফলে প্রায় প্রতিদিনই ছোট বড় মারপিট, দাঙ্গা, হাঙ্গামা হচ্ছে। এতে গত কয়েকদিনে ২ জনের মৃত্যু ও বহু আহতের ঘটনা ঘটেছে। প্রশাসন আইনশৃঙ্খলার বিষয়ে ব্যস্ত হওয়ায় করোনা প্রতিরোধের জন্য নানামুখী কাজেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *