সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / একটি মানবিক আবেদন: আমিনুলকে বাঁচাতে এগিয়ে আসুন

একটি মানবিক আবেদন: আমিনুলকে বাঁচাতে এগিয়ে আসুন

তোফায়েল আহমেদ তুষারঃ  আমিনুল ইসলাম (২৯) বরিশাল জেলার, আগৈলঝারা থানার, গৌহার গ্রামের মোঃ হারুন অর রশিদ এর মেঝ ছেলে। পরিবারের ৪ সদস্যের মধ্যে সে মেঝ। সে ২০০৭ সালে ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৯ সালে বরিশাল তিতুমীর কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে বর্তমানে একটা আই.টি ফার্মে ম্যানেজার হিসেবে কর্তব্যরত আছে। তার বাবা ব্রেইন স্ট্রোক করে অসুস্থ। আমিনুলের উপার্জনেই তার ছোট দুই ভাই-বোনের লেখা পড়া সহ পরিবারের সকল খরচ চলতো। এ অবস্থায় তাঁর এই অসুস্থতা পরিবারে ডেকে এনেছে মহাসংকট।

আমিনুল বিরল PNH রোগে আক্রান্ত। এতে তার শরীরের “রেড ব্লাড সেল” উৎপাদন ক্ষমতা ক্রমাগত হারিয়ে ফেলছে। তার শরীরের রক্তের উৎপাদন ক্ষমতা হারিয়ে গিয়ে দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। রক্তে রেড ব্লাড সেলের বর্তমান পরিমাণ ৮১.১%। চিকিৎসারত ডাক্তার বলেছেন তাঁর হাতে সময় খুব কম মাস ছয়েক এর মতো আমিনুল বাঁচতে পারে। তবে আশার কথা হলো এখনো পর্যন্ত অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ করার সম্ভাবনা ৯৫% রয়েছে। ইতি মধ্যে তিন মাস গত হয়েছে তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায়। তবে তা ব্যায়বহুল। বর্তমান অবস্থায় তার অপারেশনের জন্য প্রায় ৪০,০০০$ (চল্লিশ হাজার) ইউএস ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৫ থেকে ৩৭ লক্ষ টাকা প্রয়োজন। যেটা আমিনুলের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

তবে আমিনুলের এই অন্ধকার সময়ে আশার আলো হয়ে হাত বাড়িয়ে দিয়েছে সারা বাংলাদেশে অবস্থানরত এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ নামের একটি ফেসবুক গ্রুপ। এ গ্রুপে যুক্ত আছেন সারা বাংলাদেশের প্রায় ৭৩ হাজার বন্ধু যারা ২০০৭ সালে অনুষ্ঠিত এসএসসি ও ২০০৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। আর এই গ্রুপেরই একজন সদস্য হলেন আমিনুল। অসুস্থ আমিনুল একদিন গ্রুপের টাইমলাইনে তার অসুস্থতার সংবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দেয়।

তাতেই এগিয়ে আসে ০৭/০৯ গ্রুপের সদস্যরা। সারা বাংলাদেশে যে যেখানেই আছেন সেখান থেকেই আমিনুলের জন্য সাহায্য সংগ্রহ করে তা আমিনুলের নিকট পাঠাচ্ছেন এই গ্রুপের মাধ্যমে। ০৭/০৯ গ্রুপের প্রায় সকল সদস্যরা আমিনুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে গ্রুপের সদস্যরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১০,৮২,২৬৮/= (দশ লক্ষ বিরাশি হাজার দুইশত আটষট্টি) টাকা সংগ্রহ করেছেন। তার চিকিৎসার জন্য এখনো প্রায় ২৬ লক্ষ টাকার উপরে প্রয়োজন।

যেহেতু আমিনুল ইসলামের হাতে সময় বেশী নেই এবং এই মাসের মধ্যে তাকে ভারতে যেতে হবে। তাই সকল ০৭ এবং ০৯ দায়িত্বশীল সদস্যগণ সিন্ধান্ত নিয়েছে আগামী ১৪ই সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত বন্ধু আমিনুল এর জন্য টাকা সংগ্রহ করবে।এবং তাকে অতি দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই আসুন আমরা সবাই আমিনুলকে বাঁচাতে এগিয়ে আসি। আপনার আমার একদিনের চা খরচ ৫০ থেকে ১০০ টাকায় বাঁচতে পারে একটি সম্ভাবনাময় জীবন। ৬ মাসের একটি ফুটফুটে শিশু ফিরে পেতে পারে তার বাবাকে। একটি পরিবার ফিরে পাবে তার সন্তানকে। আজ আমিনুলের আগামীকাল আপনার বা আমারও এমন হতে পারে। তাই আসুন সকলেই হাত বাড়িয়ে দেই আমিনুলের জন্য।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ‍‌”হাওর বাংলা” নিউজ পোর্টালের বার্তা সম্পাদক: তোফায়েল আহমেদ তুষার, মোবাইল: ০১৬৭৫-৩৬৪১৯০, ই-মেইল-tusher.kishoreganj@gmail.com।

সাহায্য পাঠানোর মাধ্যমঃ-Account Name: Mohammad Ashraful Islam, A.B Siddique Bhuiyan, Md Saiful Islam (joint account) Account No: 101-151-0109530 Motijheel Local branch, DhakaDutch Bangla Bank Limited.

Bkash No 1: 01634 845590 (Agent)
Bkash No 2: 01711 102409 (Personal)
Bkash No 3: 01916 570567 (Personal)
Bkash No 4: 01833 445685 (Personal)
Bkash No 5: 01673 394705 (Personal)
Bkash No 6: 01959 130009 (Personal)
BKash No 7: 01822 913892 (Personal)
BKash No 8: 01844 074094 (Personal)
Bkash No 9: 01811 633610 (Personal)

Rocket No 1: 018116336100 (Personal)
Rocket No 2: 017489020365 (Personal)
Rocket No 3: 018780265001 (Personal)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *