তোফায়েল আহমেদ: ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে “আইআইইউবি স্টাডিজ” জার্নাল এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জার্নালের সম্পাদক প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা ও ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.ন.ম. নৌশাদ খান জার্নালটির মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মেচন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার এ.কে. মোঃ মাহবুবুল আলম, সদস্য মোঃ মনিরুল হক, বিশ্ববিদ্যলয়ের আইন অনুষদের ডীন প্রফেসর মোঃ রফিকুল আলম, ইংরেজী বিভাগের প্রভাষক ও জার্নালের সহযোগী সম্পাদক মোঃ আব্দুল্লাহ ভূঞা।
এছাড়া অন্যান্যদের মাঝে, লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নুরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মোঃ মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ বদরুল হুদা সোহেল প্রমুখসহ সকল বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট।
“আইআইইউবি স্টাডিজ” শিরোনামের জার্নালটি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম জার্নাল। এতে মোট ১৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।