সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় লিরিককে উষ্ণ অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় লিরিককে উষ্ণ অভিনন্দন

তাফসিলুল আজিজ : প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় তাসকিয়া হক লিরিককে অভিনন্দন জানানো হয়েছে। শুভাকাক্সক্ষী, স্বজন ও অসংখ্য বন্ধুবান্ধব ছাড়াও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদ থেকেও তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। গত ৩০ জানুয়ারি বুধবার গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমান আলী ও কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক ফেরদৌস আহম্মদ ভ’ইয়ার স্বাক্ষরিত এক অভিনন্দন পত্রের মাধ্যমে জানানো হয়, আমরা অত্যান্ত খুশি যে, অত্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এ. কে মাজহারুল হকের একমাত্র মেয়ে তাসকিয়া হক লিরিক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ইতিহাস বিভাগের প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমাদের সহকর্মীর একমাত্র কন্যার এ কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য আমরা গুরুদয়াল সরকারি কলেজ পরিবার অত্যান্ত আনন্দিত ও গর্বিত। তাঁরা তাসকিয়া হক লিরিকের চাকুরি জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং তাঁর গর্বিত পিতাকেও উষ্ণ অভিনন্দন জানান।

তাসকিয়া হক লিরিকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তাঁর স্বামী শিবলী নোমান নৌশাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক। তাঁরা দুজনই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

গুরুদয়াল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফেরদৌস আহম্মদ ভূইয়া বলেন, আমাদের কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও একই পরিবারের দুজন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষক হওয়ায় আমরা কিশোরগঞ্জবাসী তাঁদের নিয়ে অহংকার ও গর্ববোধ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *