সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

হাওর বাংলা ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘এবারের ঈদুল আজহা এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। কোরবানির পর বর্জ্য যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকলে এডিস মশার উপদ্রব আরও বেড়ে যেতে পারে।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার বঙ্গভবনে এক শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ঈদের আনন্দ যাতে অন্যের জন্য বিষাদের কারণ না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে নিজেরা সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।’

রাষ্ট্রপতি বলেন, ‘নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।’ কোরবানি মানুষকে ত্যাগের পাশাপাশি ধৈর্য ধারণের শিক্ষা দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।’

রাষ্ট্রপতি আরও বলেন, বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের বানভাসি মানুষ নানা প্রতিকূলতার মাঝে দিনাতিপাত করছে। বিরূপ পরিবেশের কারণে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *