নিউজ ডেস্ক : দেশের অর্থনৈতিক উন্নয়নে তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে বর্তমান সরকার। সারা দেশে উন্নয়নের অগ্রযাত্রায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা।
দেশের জনগণকে উন্নয়নের অংশীদারিত্বে সম্পৃক্ত করতে প্রতি বছর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা সংক্রান্ত একটি উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়। দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয় এই উন্নয়ন মেলা।
সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সঙ্গে দেশের প্রান্তিক জনগণকে সম্পৃক্ত করতেই এই মেলার আয়োজন করা হয়। দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয় এসব উন্নয়ন মেলার মাধ্যমে।
৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময় ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। এ সময় খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন ছাড়াও শিক্ষা, বিদ্যুৎ এবং স্বাস্থ্যখাতে দেশের উন্নয়ন হয়। অন্যদিকে ২০০৮ থেকে এখন অবধি বর্তমান সরকারের যুগান্তকারী সব উন্নয়নের কাজের সাক্ষী হয়ে আছেন দেশের সাধারণ মানুষ।