সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জলবায়ু ও কৃষি / জলবায়ু পরিবর্তন ও হুমকি মোকাবেলায় সরকারের অবদান

জলবায়ু পরিবর্তন ও হুমকি মোকাবেলায় সরকারের অবদান

হাওর বাংলা ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় একটি স্বয়ংসম্পূর্ণ জাতীয় কৌশল প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহের মধ্যে সর্বপ্রথম ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রেটেজি এন্ড অ্যাকশন প্ল্যান’ (বিসিসিএসএপি), ২০০৯ প্রণয়ন করেছে সরকার। এ কৌশল ও কর্মপরিকল্পনায় চিহ্নিত ৬টি থিমেটিক ক্ষেত্রের ৪৪টি কর্মসূচির আওতায় যথোপযুক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারের নিজস্ব তহবিলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, বিসিসিটিএফ’ গঠন করা হয়েছে।

২০০৯-২০১০ থেকে ২০১৬-২০১৭ অর্থবছর পর্যন্ত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলে মোট ৩ হাজার ১শ’ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এ তহবিলের অর্থে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪০টি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। দীর্ঘ মেয়াদে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিতভাবে অভিযোজন কৌশল ও করণীয় নির্ধারণকল্পে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ‘ইউনাইটেড ন্যাশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)’ এর আওতায় ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (এনএপি) প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে একটি ‘ন্যাপ রোড ম্যাপ’ প্রণয়ন করা হয়েছে এবং তার আলোকে ‘এনএপি’ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী, স্বল্প কার্বন নিঃসরণযোগ্য উন্নত প্রযুক্তি, পণ্য, সেবা বাংলাদেশে স্থানান্তরের লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাপান সরকারের সাথে ‘জয়েন্ট ক্রিডিটিং মেকানিজম (জেসিএম) নামে একটি সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *