হাওর বাংলা ডেস্ক : দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মো. আব্দুল হামিদ।
সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়; বেজে ওঠে বিউগল। এসমং বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে রাষ্ট্রপতি সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মিঠামইন আবদুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল হক, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. আবদুল হাই, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিনসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ।