সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ২

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি : বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন ও জামালগঞ্জ উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার (০১ মে) দুপুরের দিকে বজ্রপাতে নিহত ও আহতের ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই জন হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুর রশিদ (৪৫) ও জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের খোজারগাঁও গ্রামের কমলাকান্ত তালুকদার (৬০) এ সময় তার সাথে থাকা তার দুই ছেলে প্রিন্স তালুকদার (২০) ও সৈকত তালুকদার (১৪) বজ্রপাতে আহত হয়েছেন। আহত দুই ভাইকে আশংকজনক অবস্থায় চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ দিকে জামালগঞ্জ উপজেলার কলকতা গ্রামে একই সময়ে লিটন মিয়া (৩৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কমলাকান্ত তালুকদার তার দুই ছেলে প্রিন্স ও সৈকতকে নিয়ে গ্রামের পাশের হাওরে কাজ করছিলেন। এ সময় তারা বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই কমলাকান্ত নিহত হন ও তার দুই ছেলে আহত হয়। সদর উপজেলার মোল্লাপাড় ইউনিয়েনের জগন্নাথপুর গ্রামের আব্দুর রশিদ বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন এ সময় তিনি বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে জামালগঞ্জ উপজেলার কলকতা গ্রামের লিটন মিয়া (৩৫) নামের আরো একজন বজ্রপাতে মারা গেছেন। বাড়ির পাশে কাজ করার সময় তিনি বজ্রপাতের শিকার হন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই লিটনের মৃত্যু হয়।
জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান জানান, দুপুরে কমলাকান্ত তার দুই ছেলেকে হাওরে কাজ করছিলেন। এ সময় তারা বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই কমলাকান্ত নিহত হন ও তার দুই ছেলে আহত হয়। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে তাদের পরিবারকে ১০ হাজার টাকা সাহায্য দেয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদউল্লাহ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নে বজ্রপাতে নিহতের ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *