নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাজিতপুর উপজেলার পৈলানপুর ও কৈলাগ ইউনিয়নের অটোরিকশার চালক সানাউল্লাহ, যাত্রী মাসুদ মিয়া, সজিব মিয়া। আর নিহত মনোয়ার হোসেনের বাড়ি ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কায়সার জানান, উপজেলার গাজীরটেক এলাকায় কিশোরগঞ্জগামী ট্রাকের সঙ্গে বাজিতপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান। স্থানীয়রা গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পরে ঢাকা নেয়ার পথে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।