সর্বশেষ
প্রচ্ছদ / মতামত / একজন মানবিক প্রধানমন্ত্রীর গল্প

একজন মানবিক প্রধানমন্ত্রীর গল্প

তসলিম শেখ। বসবাস করেন নাটোরের লালপুরে। এক সময় পুরো দেশ দাপিয়ে বেড়িয়েছেন। সারাদেশের মানুষ একনামে তাঁকে চিনতেন। মহান মুক্তিযুদ্ধের পক্ষে দেশের মানুষকে সংগঠিত করেছেন খেলার মাধ্যমে। ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের দাপুটে খেলোয়াড়।

এখন ওনার খবর কেউ রাখে না। রোগ-শোকে ভুগে আর্থিক অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন নাটোরের লালপুরের একটি জরাজীর্ণ ঘরে।

পত্রিকায় প্রকাশিত এইরকম একটি সংবাদ নজরে আসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাথে সাথেই তিনি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিলেন তসলিম শেখের খোঁজ খবর নেয়ার জন্য।

স্থানীয় প্রশাসন থেকে খবর আসে পত্রিকায় প্রকাশিত সংবাদের চেয়েও করুণভাবে জীবনযাপন করেছেন একসময়ের দাপুটে ফুটবলার, লাখো মানুষের হাততালি পাওয়া তসলিম শেখ। মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলে গোপালপুর সুগারমিলে মাস্টাররোলে কাজ করেন, এক ছেলে সমবায় বিভাগে ছোট চাকুরি করেন, স্ত্রী ওপেন হার্ট সার্জারির রোগী। তসলিম শেখ নিজেও ১০/১২ বছর যাবত বিভিন্ন রোগে ভুগছেন।

সংবাদ পাওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে আনলেন তসলিম শেখকে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৫ লাখ টাকা অনুদান দিলেন তাঁকে। আবেগ আপ্লুত তসলিম শেখ কৃতজ্ঞতায় শেখ হাসিনার প্রতি নীরবে শুধু চোখের জল ফেলেছেন।

লেখক : আশরাফুল ইসলাম খোকন

(ফেসবুক থেকে সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *