সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / পাকুন্দিয়ায় সংঘর্ষের ঘটনায় ১৫০০ জনকে আসামী করে মামলা

পাকুন্দিয়ায় সংঘর্ষের ঘটনায় ১৫০০ জনকে আসামী করে মামলা

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ১৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০০ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ মামলায় ২৩ জনকে আটক করেছে জেলা হাজতে পাঠানো হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে পাকুন্দিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাহ কামাল বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন বলেন, গতকাল শনিবার বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। সকাল ১১ টার দিকে সৈয়দগাঁও চৌরাস্তা থেকে মিছিল নিয়ে তারা পৌর বাজারের দিকে আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে ১১ জন পুলিশ সদস্য আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *