সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ইটনা বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত দুই সহোদরের পরিবারের পাশে এমপি তৌফিক

ইটনা বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত দুই সহোদরের পরিবারের পাশে এমপি তৌফিক

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুই সহোদরের পরিবারের সদস্যদের সান্তনা দিতে পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। পরিবারটিকে সব ধরনের সহায়তা দেবার আশ্বাস দেন এমপি তৌফিক।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে তিনি নগরহাটি গ্রামের নিহতদের বাড়িতে ছুটে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় সংসদ সদস্যের সাথে ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু।

এ ঘটনায় প্রাথমিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ৪০ হাজার টাকা সহায়তাও দেওয়া হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিজেদের দোকানে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইটনা উপজেলা সদরের নগরহাটি গ্রামের মৃত নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৬) ও বিজয় কর্মকার (১৮) মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *