সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ইটনায় ৩৮ লাখ টাকার চেক বিতরণ

ইটনায় ৩৮ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ, পানিতে ডুবে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় ৩৮ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এসব চেক বিতরণ করা হয়।

এ সময় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থী ১৮০ জনের মাঝে প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক, পানিতে ডুবে নিহত ১০ জনের পরিবারের মধ্যে প্রত্যেককে ২০ হাজার টাকার চেক ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

পরে ইটনা উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *