সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কখনো সংসদ সদস্য, কখনো রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিতেন তিনি

কখনো সংসদ সদস্য, কখনো রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিতেন তিনি

নিজস্ব সংবাদদাতা : কখনো নিজেকে সংসদ সদস্য, কখনো রাষ্ট্রপতির ছেলে হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭) কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ময়মনসিংহ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। তিনি জেলার ইটনা উপজেলার বাদলা গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাজুল ইসলাম নিজেকে কখনো সংসদ সদস্য, কখনো রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে তদবির করে আসছিলেন। বৃহস্পতিবার  বিকেলে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরই কোনাডাংগর এলাকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। পরে জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী আশিকুর রহমান খান সদর মডেল থানায় বাদী হয়ে তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

আজ শুক্রবার তাজুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *