সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব চালু

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব চালু

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে।

আজ রোববার (৩১ মে) বিকালে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি চালু করা হয়।

আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ায় এখন থেকে কিশোরগঞ্জেই করোনা পরীক্ষা করা যাবে। ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের করোনা পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ কিংবা তিনগুণও করা যাবে।

আরটি-পিসিআর ল্যাব চালু করা উপলক্ষে রোববার (৩১ মে) বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সচিব ও ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুল মান্নান।

এ সময় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা : সজল কুমার বসাক, জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহ্ আজিজুল হক, জেলা বিএএমএর সাধারণ সম্পাদক ডা: আব্দুল ওয়াহাব বাদল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *