সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান বরখাস্ত

কিশোরগঞ্জে জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান বরখাস্ত

হাওর বাংলা ডেস্ক : ত্রাণ নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী প্যাকেজিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানায় উল্লিখিত সদস্যের নামে মামলা দায়ের করা হয়েছে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ এপ্রিল চিঠির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পরিষদ এসব তথ্য স্থানীয় সরকার বিভাগকে অবহিত করে। মো. কামরুজ্জামানের এই কার্যকলাপ জেলা পরিষদ আইনের ১০ (১)(ঙ) ধারা অনুযায়ী অপরাধের শামিল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে অপসারণের কাজ শুরু হয়েছে। আইন অনুযায়ী অপসারণের কার্যক্রম আরম্ভ হওয়ায় মো. কামরুজ্জামানকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *