সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করিমগঞ্জে হত্যা মামলায় আপন দুই ভাইয়ের যাবজ্জীবন

করিমগঞ্জে হত্যা মামলায় আপন দুই ভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক ছফিরউদ্দিন হত্যা মামলায়  আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অপর চার আসামিকে এক বছরের কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা  হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মানিক মিয়া ও আবু হানিফ।

আজ বুধবার কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১০ জুন সকালে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের শাবলের আঘাতে ছফিরউদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই আব্দুল হেলিম করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মোট সাত জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে এক আসামির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *