সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে রাষ্ট্রপতির জন্মদিন পালন

কিশোরগঞ্জে রাষ্ট্রপতির জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান, কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ।

পরে গরীব ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তার বাবা হাজি মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুন। ‘ভাটির শার্দুল’ খ্যাত মো. আবদুল হামিদ দেশের টানা দুইবারের রাষ্ট্রপতি।

প্রথম মেয়াদে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ শপথ গ্রহণ করেন। ২০১৮ সালের এপ্রিলে তিনি দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি স্বাধীনতা পদক লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *