সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ইটনায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

ইটনায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা : বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাতির সূর্য সন্তানদের স্মরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হাওরের ইটনায় বিজয়ের ৪৮ বছর উদযাপন করা হয়েছে।

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইটনাবাসী বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের।

বিজয় দিবসের সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরেই ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের শহীদ মিনারে মানুষের ঢল নামে।

ভোর সাড়ে ৬টায় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক স্থানীয় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারপর থেকে রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুরসহ প্রমুখ।

এদিকে বিজয় দিবস উপলক্ষে ইটনার সরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ এবং দেশাত্ববোধক গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *