সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / পাকুন্দিয়ায় রাজমিস্ত্রী বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদন্ড

পাকুন্দিয়ায় রাজমিস্ত্রী বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোণাপাড়া গ্রামে রাজমিস্ত্রী বন্ধু সুমন মিয়া (১৮)কে শ্বাসরোধে হত্যার দায়ে অপর বন্ধুর মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

আজ বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের ৩নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় মামলার একমাত্র আসামী রাজীর উরফে বুলবুলের উপস্থিতিতে মামলার এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ০৬ জুলাই রাত আনুমানিক ১টায় পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোণাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে আসামী রাজীব উরফে বুলবুল স্থানীয় ঈদগাহ্ মাঠ সংলগ্ন জায়গায় শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার দু’দিন পর পাকুন্দিয়া থানা পুলিশ নিহতের লাশ আসামীর চাচা আমির উদ্দিনের বাথরুমের টেংকি থেকে উদ্ধার করে।

পরে ঘটনার ৬দিন পর ২০১৫ সালের ১২ জুলাই নিহতের মা শিউলী আক্তার বাদী হয়ে রাজীব উরফে বুলবুলের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৬ সালের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *