সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্ট্যাটাসে উত্তরণে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা (ভিডিওসহ)

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্ট্যাটাসে উত্তরণে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্ট্যাটাসে উত্তরণ উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন ছাড়াও জেলা পুলিশ, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস, কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরফদার আক্তার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (কোম্পানী কমান্ডার) লে: এম শোভন খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মধুসুদুন সরকারসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *