সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অষ্টগ্রামের চৌদন্ত গ্রামে নতুন নদীর পাড়ে মহাপুণ্য স্নান

অষ্টগ্রামের চৌদন্ত গ্রামে নতুন নদীর পাড়ে মহাপুণ্য স্নান

হাওর বাংলা ডেক্স : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের চৌদন্ত নতুন নদীর পাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মহাপুণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে চৌদন্ত গ্রামবাসীর আয়োজনে নতুন নদীর পাড়ে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।  এ পুণ্যস্নানের পূজারী ছিলেন- সুনির্মল গোবিন্দ দাস অধিকারী, নারায়ণ সেবক দাস, ধীর সুধামা দাসসহ প্রমুখ।

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। বারুণী স্নান উৎসব। প্রতি বছর চৈত্র মাসে এ তিথিতে মহাপুণ্য স্নান ও এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। কথিত আছে যে এ তিথিতে স্নান করে এক মনে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলে ঈশ্বর সব পাপ ক্ষমা করে দেয় এবং সে ঈশ্বরের অপার কৃপা লাভ করে এ উপলক্ষে এখানে মহাপুণ্য স্নান অনুষ্ঠিত হয়।

এ বছর কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের পক্ষ থেকে স্নানে আসা পুণ্যার্থীদের মাঝে স্নানের মাহাত্ম্য অংকিত চিত্র মুদ্রিত গেঞ্জি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *