সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / চৌদন্ত গ্রামে ধর্ম‌পিপাসা বৃদ্ধিকল্পে সমবেত প্রার্থনা ও স্মর‌ণিক ধর্মসভা

চৌদন্ত গ্রামে ধর্ম‌পিপাসা বৃদ্ধিকল্পে সমবেত প্রার্থনা ও স্মর‌ণিক ধর্মসভা

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার চৌদন্ত গ্রামে শ্রীশ্রী রাধামোহন জিউর মন্দিরে পরাৎপর শ্রীকৃষ্ণের শ্রীশ্রীঝুলনযাত্রা উপলক্ষে এবং রাধামোহন দাস ও সু‌মিত্রা রাণী দাস এর পারমা‌র্থিক কল্যাণার্থে এবং সকলের ধর্ম‌পিপাসা বৃদ্ধিকল্পে সমবেত প্রার্থনা ও স্মর‌ণিক ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন প‌রিষদ আদমপুর ইউ‌নিয়ন শাখার সভাপ‌তি মনমোহন দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠি‌ত হয়।
 ই‌শিকা দাস বৃন্দার গীতা পাঠান্তে অনু‌ষ্ঠিত এ সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন- অষ্টগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মা‌নিক কুমার দেব। উদ্বোধক হিসেবে ছিলেন- অষ্টগ্রাম সরকা‌রি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন প‌রিষ‌দ অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দেবনাথ, মোহনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সূর্যলাল দাস, সম্মা‌নিত অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন-‌ মোহনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীনেশ চন্দ্র দাস, বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষদ কলমা ইউ‌নিয়ন শাখার সভাপ‌তি শ্রী ‌বিশ্ব রঞ্জন দাস, আছানপুরের শিক্ষক  গী‌রেন্দ্র চন্দ্র দাস। অষ্টগ্রা‌মের যুগল সূত্রধর, অসীম চন্দ্র ব‌ণিক ও রূপক সরকারসহ এলাকার গণ্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।
অনুষ্ঠানে স্বাগত ও মুখবন্ধমূলক বক্তব্য রা‌খেন- শ্রীশ্রী রাধা‌মোহন জিউর ম‌ন্দি‌রের পূজা‌রি সু‌নির্মল গো‌বিন্দ দাস অ‌ধিকারী, উদ্বোধনী সংগীত পরিবেশন করে  অ‌নিন্দ্য‌মোহন ঋদ্ধি। সমবেতভাবে শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যা‌য় সম্পূর্ণ পাঠ করা হয়। সংস্কৃত শ্লোকের মুখ্য পাঠক – নির্ম‌লেন্দু চক্রবর্ত্তী, বঙ্গানুবাদের মুখ্য পাঠক- শচীন্দ্র চন্দ্র দাস (শিক্ষক অব.)।
সমবেত প্রার্থনা প‌রিচালনা করেন- বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার স‌মি‌তি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠ‌নিক সম্পাদক গৌরমোহন দাস এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- হ‌বিগঞ্জের রি‌চি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীন্দ্র চন্দ্র দাস। ভ‌ক্তিমূলক গ‌ান ও প্রসাদ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *