সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / উত্তাল হাওর পেরিয়ে অনুষ্ঠানে এমপি তৌফিক

উত্তাল হাওর পেরিয়ে অনুষ্ঠানে এমপি তৌফিক

টিটু দাস : হাওরের পানি, হাওরের মাটি যেন প্রকৃতির এক অকৃপণ দান। হাওরের মাটিতে যেমন ফলে সোনালী ধান, তেমনি হাওরের ভাসান পানিতে পাওয়া যায় সুস্বাদু মাছ। আবার ভরা বর্ষায় হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য চোখ ধাঁধানো। কিন্তু বর্ষায় হাওরের ঢেউ দেখাতে অনেকটা সাগরের ঢেউয়ের মতোই। এমন ভয়ানক ঢেউ পাড়ি দিয়ে মঙ্গলবার সকাল পৌনে ১১টায় করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে স্পীড বোটে চড়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উত্তাল হাওরে সৃষ্ট ঢেউয়ে স্পীড বোট একবার উপরে উঠছে আরেকবার নিচে নামছে। এর মধ্যে ঢেউ আছড়ে পড়ে ভিজিয়ে দিল স্পীড বোটের সকল যাত্রীকে। ভেজা শরীরেই নির্ধারিত কয়েকটা অনুষ্ঠানে যোগদান করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় এমপি তৌফিকের সফরসঙ্গী ছিলেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও ব্যবসায়ী সুলতান আহমেদ।

প্রথমে এমপি তৌফিক অষ্টগ্রাম উপজেলা হলরুমে হিলিপ-এলজিইডি কর্তৃক নির্মিত প্রতিরক্ষা বাঁধ ও কাজের এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করেন। পরে বাঙ্গালপাড়া বাজার-ফেরীঘাট সড়ক উদ্বোধন, বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদারাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন, বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও বাঙ্গালপাড়া গ্রামীণ বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। পরে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর ও উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *