সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / পাকুন্দিয়ায় ভাবিকে কুপিয়ে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

পাকুন্দিয়ায় ভাবিকে কুপিয়ে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাবীকে হত্যা মামলায় দেবর আজহারুল ইসলাম ওরফে মিলনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম ওরফে মিলন পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ছায়ামুদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন পারিবারিক বিরোধের জের ধরে আসামী আজহারুল ইসলাম তার বড় ভাই মধ্যপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে একেই দিন আজহারুল ইসলামকে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান ও আসামী পক্ষে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মামলা পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *