সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / পাকুন্দিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাকুন্দিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা : ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ার থানারঘাট এলাকায় সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে প্রতিবাদে ওই মহাসড়কে অবরোধ করে রাখে সাধারণ মানুষ।

নিহতরা হলেন ময়মনসিংহ নান্দাইলের কাদিরপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সোহেল (৩০) ও গাজীপুরের কাপাসিয়ার বলধা এলাকার হেমেন্দ্র ছেলে সুশান্ত (২৮)।

জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া বলধা এলাকা থেকে ৫ জন মিলে সিএনজিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় একটি পুকুরে মাছ শিকারের জন্য রওনা হয়। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জে মহাসড়কের থানারঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে যাওয়ার পথে সুশান্তর মৃত্যু হয়।

এর প্রতিবাদে ওই মহাসড়কে আশপাশের সাধারণ মানুষ সকল যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের সহযোগিতায় বিক্ষোভ তুলে নেন এলাকাবাসী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *