সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / নৌকার পক্ষে অ্যাডভোকেট শামছুন নাহার নেলীর নেতৃত্বে নির্বাচনী প্রচারণার দিক নির্দেশনা

নৌকার পক্ষে অ্যাডভোকেট শামছুন নাহার নেলীর নেতৃত্বে নির্বাচনী প্রচারণার দিক নির্দেশনা

নিজস্ব সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের ৬ টি আসনে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য দিক নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতির পুত্রবধূ ও মহিলা আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট শামছুন নাহার নেলী।

রোববার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় শামছুন নাহার নেলীর বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট শামছুন নাহার নেলী নির্বাচনী প্রচারণার বিষয়ে বলেন, আমাদের কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে ১৩ উপজেলায় নৌকার পক্ষে প্রচারণা করতে হবে। আমরা ১৩ উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে নির্বাচনী প্রচারণা করবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – নারী নেত্রী হামিদা মান্নান, মানছুরা জামান নতূন, রহিমা আক্তার কানান, তাহমিনা ইসলাম বিউটি, বিলকিছ বেগম, খালেদা ফেন্সী, রুবি ইসলাম, ইতি, সালমা, চামেলী, মাছুমা আক্তার, ছনিয়া, ফারজানা, মানোয়ার বেগম, ফাতেমা কিবরিয়া, লাভলী আক্তার, নার্গিস আক্তার প্রীতি, ইয়াছসমিন আহমেদ, আফরোজা আক্তার, গোলসান আরা বেগম, কাকন, সাজিদা ইয়াছমিন, জলি, মৌরি জান্নাত, জান্নাতুল ফেরদৌস, শিরিন বেগম, পিংকি, অ্যাডভোকেট শংকরী রানী সাহা, ফাহিমা আক্তার ও শামীমা।

সকলের সম্মতিক্রমে ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করা হয়, এই টিম আগামী ১১ ডিসেম্বর থেকে নির্বাচন পূর্ব পর্যন্ত কিশোরগজ্ঞ জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারনা চালাবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *