সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / আরতি ও প্রার্থনার মধ্য দিয়ে কটিয়াদীতে প্রতিমা বিসর্জন

আরতি ও প্রার্থনার মধ্য দিয়ে কটিয়াদীতে প্রতিমা বিসর্জন

স্টাফ রিপোর্টার : আরতি ও প্রার্থনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা বিজয়া দশমী উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়েছে।

শুক্রবার (১৯অক্টোবর) সন্ধ্যায় পৌরসদরসহ ৪৬টি পূজামন্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে কটিয়াদী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিন এমপি।

পৌরসভার মেয়র শওকত ওসমান শুক্কুর আলীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনুদ্দিন, ইউএনও ইসরাত জাহান কেয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিন এমপি উপস্থিত সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার ৪৬টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *