সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে ৩ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

কিশোরগঞ্জে ৩ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০১৫ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, পেশাগত সমস্যা সমাধান এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা রক্ষার তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন দফতরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ অংশ নেন।

কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশল এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি পীযূষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সামছুর রহমান, যুগ্মআহ্বায়ক ফারুক আহমেদ, প্ল্যানার এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হারুন অর রশীদ প্রমুখ নেতৃত্ব দেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *