সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অষ্টগ্রামে ঘূর্ণিঝড়ে নিঃস্ব ৩০ পরিবার!

অষ্টগ্রামে ঘূর্ণিঝড়ে নিঃস্ব ৩০ পরিবার!

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ঘূর্ণিঝড়ের কবলে পরে প্রায় ৩০টি পরিবার নিঃস্ব হয়ে পরেছে। শুক্রবার (২০ জুলাই) সকালে উপজেলার কলমা ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ ঘূর্ণিঝড়টি শান্তিপুর গ্রামের উত্তর পশ্চিম দিক থেকে উৎপত্তি হয়ে শান্তিপুর গ্রামে আঘাত আনলে নিমিষেই ৩০টি কাঁচা, আধাপাকা ঘর লন্ডভন্ড হয়ে যায়। ঘটনায় তেমন কোন হতাহতের ঘটনা না ঘটলেও চার থকে পাঁচজন সামান্য আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য গৌরীকান্ত দাস জানায়, ঘূর্ণিঝড়ে ৩০ পরিবার একেবারে নিঃস্ব হয়ে পরেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ।
ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পরিষদের সাথে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যাপারে তালিকা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *