সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / সুনামগঞ্জ / সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৭১ সে.মি উপরে

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৭১ সে.মি উপরে

সুনামগঞ্জ  প্রতিনিধি :সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বেড়েছে।
বুধবার (৪জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৭১ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বেশষ ২৪ ঘন্টায় ১০৫ মি.মি. বৃস্টিপাত রেকর্ড হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় শহরের কিছু নিচু এলাকার কিছু রাস্তা ঘাটে পানি উঠে গেছে।
বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার কারণে শহরের সাধারণ মানুষের মনে বন্যা হওয়ার আতংক দেখা দিয়েছে।
উত্তর আপিন নগর এলাকার বাসিন্দা আবু আলী বলেন, আমাদের ঘর নদীর পাড়ে হওয়ার কারণে আমরা বেশি ঝুকিতে আছি। যে পানি বাড়ছে এ ভাবে বাড়তে
থাকলে পানি ঘরের ভিতরে ঢুকে পড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বেড়েছে। মঙ্গলবার সুরমা নদীর পানি ছিল ৭১ সে.মি.। পানি এভাবে বাড়া অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী
২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি পাত হবে।
সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল জানান, পানি বৃদ্ধি পাওয়ায় শহরের সুরমা নদীর তীরবর্তী এলাকা সাহেব বাড়িঘাট পশ্চিমবাজার, উত্তর আরপরিনগর, বড়পাড়া নিচু জায়গা গুলোতে সুরমা নদীর পানি উঠে গেছে। পানি উঠায় স্থানীয় বাসিন্ধাদের কিছুৃটা দূর্ভোগ পোহাতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *