সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইআইইউবির শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইআইইউবির শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

তোফায়েল আহমেদ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৯ উপলক্ষে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রথম প্রহরে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, উন্নয়ন কর্মকর্তা মোঃ মহসিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান খান, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন।

পরে ২১শে ফেব্রুয়ারী সকালে বিশ্ববিদ্যলয় সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৯ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অনিল চন্দ্র সাহা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন প্রমুখ।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীগণ মাতৃভাষার তাৎপর্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *