সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের সফলতা

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের সফলতা

নিউজ ডেস্ক : দ্রুত গতিতে এগিয়ে চলেছে সরকারের উন্নয়ন যাত্রা। দেশের প্রত্যেক অঞ্চলকে সমৃদ্ধ করার লক্ষ্যে সচেষ্ট সরকার। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন লক্ষণীয়। এরই অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত বছরে এসেছে অভুতপূর্ব পরিবর্তন। ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ২০০ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৬ হাজার ১৪৯ মেগাওয়াট। দেশের ৮৩ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ১১৯টি নতুন বিদ্যুৎকেন্দ্র হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত চরাঞ্চলসহ সারাদেশে প্রায় ৪৫ লাখ সোলার হোমসিস্টেম বসানো হয়েছে। মোট বিদ্যুতের ১০ শতাংশ উৎপাদন করা হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে। বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন গত মার্চে প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। পাবনার রূপপুরে ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *