সর্বশেষ
প্রচ্ছদ / বাংলাদেশ / জাতীয় / স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

হাওর বাংলা ডেস্ক : জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার বিকাল তিনটার দিকে রাষ্ট্রপতি সাভারে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

তিন বাহিনীর একটি সশস্ত্র দল এসময় গান স্যালুট দেয়।

মঙ্গলবার দেশের একবিংশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। টানা দ্বিতীয়বারের মত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন ৭৪ বছর বয়সী হামিদ।

২০১৩ সালে বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ।

এর আগে দুপুরে নিয়ম অনুযায়ী বঙ্গভবনে তৃণমূল থেকে রাজনীতি করে জাতীয় অঙ্গনে উঠে আসা আবদুল হামিদকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।

পরে বিকাল চারটার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালে তিনিও সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।

তবে কেবল আবদুল হামিদই টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হলেন। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।

বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন রাষ্ট্রপতি। শুক্রবার নিজের জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইন যাবেন আবদুল হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *