টিটু দাস : রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির ফেসবুক পেইজ ভেরিফাইড করা হয়েছে।
আজ বুধবার (১১ জুলাই) জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ পেইজটি ভেরিফাইড করে। আজ তাঁর ফেসবুক পেইজে ভেরিফাইড চিহ্ন (মার্কড) দেখা যায়।
ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের পেইজটিতে বর্তমানে প্রায় ১২ হাজার বেশি লাইক রয়েছে।
এমপি তৌফিক নিজেই জনসাধারণের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ফেসবুকের মাধ্যমে সব সময়ই সবার খোঁজ-খবর রাখেন। তাঁর দলীয় নেতাকর্মীরাও ফেসবুকের মাধ্যমে এ যোগাযোগ করে থাকেন।
সাধারণত খুব পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ও প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের পেজ ভেরিফাই করে অফিসিয়াল স্বীকৃতি দেয় কর্তৃপক্ষ। এটিকে বিরল সম্মান হিসেবে বিবেচনা করা হয় যোগাযোগের এ মাধ্যমটিতে।
পেইজ ভেরিফাইড হওয়ার পর ওই নামে কোনো ভুয়া (ফেইক) পেইজ খুলতে পারবে না কেউ। ফেসবুক কর্তৃপক্ষ সার্বক্ষণিক বিশেষ দৃষ্টি রাখে পেইজটির ওপর।
সরকারের উল্লেখযোগ্য অর্জন ডিজিটাল বাংলাদেশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে নেয়া হয় বিশেষ উদ্যোগ। দেশে মানুষ এখন দৈনন্দিন যোগাযোগের জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুবই জনপ্রিয়।