হাওর বাংলা ডেস্ক : খুব কাছেই চলে গিয়েছিল। একটা সময় তো বাংলাদেশেরই জেতার সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু দীনেশ কার্তিকের এক অতিমানবীয় ইনিংসে নিদাহাস ট্রফিটা হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। তবে ট্রফি জিততে না পারলেও টাইগাররা যে ক্রিকেট খেলেছে, তার উচ্ছ্বসিত প্রশংসাই করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, এই দলটি এখন ধারাবাহিকভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। একটা সময় দুই ওভারে ভারতের দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে রুবেল হোসেন দিয়ে বসেন ২২ রান। শেষ ওভারে ১২ রান হাতে নিয়ে সৌম্য সরকার খুব একটা খারাপ করেননি। তার ওভারের শেষ বলে ভারতের দরকার ছিল ৫ রান। দীনেশ কার্তিক সজোরে এক ছয় হাঁকিয়ে স্বপ্ন ভেঙে দিয়েছেন বাংলাদেশের। তবে ফাইনাল জিততে না পারা বাংলাদেশকে মোটেই ছোট দলের কাতারে রাখছেন না রোহিত। বরং টাইগারদের খেলার ধরণের প্রশংসা করে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘(বাংলাদেশ) ভয়ডরহীন ক্রিকেট খেলে। এটা সবসময়ই ভালো। মাঝে মধ্যে হয়তো আপনি ব্যর্থ হবেন, যখন আপনার মতো করে কিছু হবে না। তবে তারা এভাবেই খেলতে পছন্দ করে।’
গত তিন বছরে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে, মনে করছেন রোহিত। দলের অভিজ্ঞরা তরুণদের টেনে নিয়ে যাচ্ছেন বলেই টাইগাররা ভালো করছে, এমনটাই মতো ভারতীয় এই ওপেনারের, ‘গত তিন বছরে তারা নিশ্চিতভাবেই খুব ভালো একটা দল হয়ে গেছে। আমরা দেখছি, তারা কীভাবে খেলার ধরনে পরিবর্তন এনেছে। অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার আছে, যারা তরুণদের পথ দেখাচ্ছে।’