নিজস্ব সংবাদদাতা: ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব জগন্নাথপুর এলাকায় সিএনজি ও কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আপন দুইবোনসহ পাঁচজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- সহুরা খাতুন (৬২) কটিয়াদী উপজেলার মজলু মিয়ার স্ত্রী, হালিমা খাতুন (৬০) কুলিয়ারচর উপজেলার রামদী পশ্চিম জগৎচর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী (সহুরা খাতুন ও হালিমা খাতুন আপন দুইবোন), শাহানা (৬০) কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের জগৎচর খলাকুপা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী, শাহীন (২৩) (সিএনজি চালক) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের পরশ আলীর ছেলে ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজন (১৭)।
ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে কিশোরগঞ্জের ভৈরবের দিকে আসছিল। এই সড়কে পেছনে দুইটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল । সকাল সাড়ে ৯ টার দিকে কার্ভারভ্যান দুইটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় ওভারটেক করতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির চালক ও দুইবোনসহ পাঁচজন নিহত হয়। ছেলেকে কান্নায় ভেঙ্গে পড়েন সিএনজি চালিত অটোরিকশার চালক শাহীনের বাবা পরশ আলী।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া জানান, দুইটি কাভার্ড ভ্যান ও অটোরিকশা থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।