নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও বাজিতপুর উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে অষ্টগ্রাম উপজেলার দেওঘর এবং বাজিতপুর উপজেলার হিলচিয়ায় এ ঘটনা ঘটে।
অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ও বাজিতপুর থানার ওসি মো: মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাবিয়ানগর এলাকায় হাওড়ে মাছ ধরতে যান ওই এলাকার জামাল মিয়ার ছেলে আসাদুল হক (৪৫)। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তড়িতাহত হয়ে ঘটনাস্থলে মারা যান আহাদুল হক। এ ঘটনার দুই ঘন্টা পর আত্মীয়-স্বজন তার মরদেহ উদ্ধার করে।
অপর দিকে, বাজিতপুর উপজেলার হিলচিয়া এলাকায় বজ্রপাতে মারা যান আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তি। দুপুর দেড়টার দিকে স্থানীয় নিতার বিলে মাছ ধরতে গেলে বৃষ্টি ও বজ্রপাতে শুরু হয়। এ সময় বজ্রপাতে মারা যান আব্দুল কাদের। তিনি বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামের মৃত ইসাক মিয়ার ছেলে।