সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / সবকিছু ঘরের মধ্যে রাখা ঠিক হবে না: উপজেলা নির্বাচন প্রসঙ্গে এমপি সোহরাব উদ্দিন

সবকিছু ঘরের মধ্যে রাখা ঠিক হবে না: উপজেলা নির্বাচন প্রসঙ্গে এমপি সোহরাব উদ্দিন

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, উপজেলার অনেক নেতৃবৃন্দ আমাকে বলেছিল আমার ছেলে এস.এম তৌফিকুল হাসান সাগরকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করতে। আজও অনেকে বক্তব্যেও এ কথা বলেছেন এজন্য তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমি মনে করি সবকিছু ঘরের মধ্যে রাখা ঠিক হবে না।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস.এম তৌফিকুল হাসান সাগরের প্রসঙ্গে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, আমার ছেলে তৌফিকুল হাসান সাগরের অভিলাষ থাকতে পারে । তবে আমি বিশ্বাস করি আমার ছেলে আমার সিদ্ধান্তের বাইরে যাবে না। কারণ আমার ছেলের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে । আমার ছেলে উপজেলা নির্বাচন করবে এমন সুযোগ আমার কাছে নেই ।

আজ শনিবার পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এমপি সোহরাব উদ্দিন বলেন, আমি মনে করি আমার ছেলে আপনাদের সাথে কাজ করবে এবং কাজ করে অনেককিছু শিখবে। যদি আমার ছেলের ভাগ্যে থাকে তবে সে একদিন নেতৃত্ব দিবে।

সংসদ সদস্য সোহরাব উদ্দিন আরও বলেন, আমি একজন কৃষকের সন্তান থেকে দুইবার সংসদ সদস্য হয়েছি এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম । এছাড়াও অনেক সংগঠনের নেতৃত্ব দিচ্ছি । বর্তমানে আমার ছেলের জন্য সবকিছু রেডি করে চেয়ারম্যান বানিয়ে দিয়ে যেতে হবে এমনটা ঠিক হবে না বলে আমি মনে করি।আপনারা যদি দোয়া করেন, সবাই আমাকে সহযোগিতা করেন অবশ্যই একদিন আমার ছেলে যোগ্যতা অনুযায়ী অর্জন করবে।

সোহরাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নেত্রী । আমার নেত্রীর সিদ্ধান্তের বাইরে এক ইঞ্চিও যাব না। তাই আমি মনে করি এবারের উপজেলা নির্বাচন সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে।

এ সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *