নিজস্ব সংবাদদাতা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন ।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের গর্বিত সন্তান।
তাঁর পিতা প্রয়াত মো. মাইন উদ্দিন ভূঁইয়া ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উর্দ্বতন কর্মকর্তা ও আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাঁর মাতা রওশন আরা বেগম রত্নগর্ভা মা ।
প্রয়াত মো. মাইন উদ্দিন ভূঁইয়া ও রওশন আরা বেগম দম্পতির আট সন্তান নিজেদের কর্ম ও গুণের মাধ্যমে আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলো ছড়াচ্ছেন।