নিজস্ব সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ।
আজ মঙ্গলবার বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কন্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি দশম ও একাদশ জাতীয় সংসদেও অত্যন্ত সুনামের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের টানা চার বারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ১৯৬৯ সালের ২৭ অক্টোবর জন্মগ্রহণ করেন।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ ১০টি কমিটি গঠিত হয়েছে।