টিটু দাস: নির্জন স্থানে একটি অটোরিকশা। অটোরিকশার পাশে তিনজন যুবক দাঁড়ানো । একেকজন পায়চারি করছে । তাদের সবার নজর আশেপাশে মানুষ আছে কিনা। চারপাশ নীরব দেখে এক যুবক অটোরিকশার চালককে কুলে তুলে বের করার চেষ্টা করছে। কারণ তখন অটোরিকশার চালক অচেতন ছিল । তারপর অটোরিকশার চালক মামুনকে রাস্তার পাশে খোলা মাঠে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ৫ সদস্যের একটি ছিনতাই চক্র । সিসিটিভি ক্যামেরার ভিডিওতে রেকর্ড হয় এসব দৃশ্য।
ঘটনাটি গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৭ টার মধ্যে কিশোরগঞ্জের লতিবাবাদ এলাকায় মায়া কানন নামে একটি পার্কের কাছে এ ঘটনা ঘটে ।
চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই এর ঘটনায় ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ২টি চোরাই অটোরিকশা ও একটি মোটরসাইকেল।
গতকাল সোমবার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরুনাকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- মোঃ শিপন মিয়া (২৫ ), মোঃ জাহাঙ্গীর (২৫), মোঃ সিরাজুল ইসলাম (৪২), মোঃ অংকুর মিয়া ওরফে রিপন (২৮) ও মোঃ শাহিন শাহিন খান (৩২)। তাদের মধ্যে শিপন ও জাহাঙ্গীর সরাসরি ছিনতাই কাজে অংশ নেয়। আটককৃতদের এক জনকে গতকাল আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে হাসপাতালে যাওয়ার কথা বলে মো: শিপন মিয়া, জাহাঙ্গীরসহ ৫ যাত্রীবেশি ছিনতাইকারী মো: মামুন মিয়ার অটোরিকশায় উঠে।
লতিবাবাদ এলাকায় একটি পার্কের কাছে ছিনতাইকারীদল অটোরিকসা চালক মামুনকে চেতনা নাশক স্প্রে করে আহত অবস্থায় রাস্তার পাষে ফেলে দিয়ে অটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ১৭ ডিসেম্বর অটোরিকসার চালক মোঃ মামুনের বাবা রিয়াজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে জানান, ৫ ছিনতাইকারী ছিনতাইকাজে অংশ নেয়। সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। তারাও ছিনতাই করা অটোরিকসাটি ময়মনসিংহের নান্দাইলে একটি গ্যারেজে বিক্রি করে টাকা ভাগাভাগি করে।
এ ঘটনায়ক জড়িত অপর ২ ছিনতাইকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিচের লিংকে ভিডিও :