নিজস্ব সংবাদদাতা : ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. লুৎফুর রহমান।
পরে সেখানে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত হয়।
প্রদর্শন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন- কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. লুৎফুর রহমানসহ প্রমুখ।