নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের ছয়সূতী এলাকায় বাস চাপায় বিভাটেকে থাকা তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩ টার দিকে কুলিয়ারচরের ছয়সূতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভৈরব উপজেলার চান্দেরচর গ্রামের দিদার মিয়ার ছেলে মতিয়ার রহমান (৬০), কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের আমির চাঁনের ছেলে আল ইসলাম এবং নিহত অন্য একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের মনজু মিয়ার আকরাম হোসেন (২৪) ।
ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, কুলিয়ারচর থেকে একটি বিভাটেকের চালক তিনজন যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। বিভাটেকটি ছয়সূতী এলাকা অতিক্রম করার সময় পেছনে থাকা একটি বাস বিভাটেককে চাপায় দেয়। এতে বিভাটেকে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং গুরুতর আহত দুইজনকে হাসপাতালের নেবার পথে আরো একজন মারা যায়। গুরুতর আহত অন্য একজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পিপিএম ও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।