নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর প্রথমবার সিজারিয়ান অপারেশনে শিশু কন্যার জন্ম হয়েছে।
আজ সোমবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সফল অপারেশন করেন ডা: মুক্তা সুলতানা।
জানা যায়, মিঠামইন উপজেলা সদরে ১৯৮৪ সালে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হয়। হাসপাতাল প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম সিজারিয়ান অপারেশন করা হয়। মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফরিদ মিয়া ও আশা বেগমের শিশু কন্যা।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল শাফী।
এ বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম জানান, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সিজারিয়ান অপারেশন চলমান থাকবে।
তিনি আরও জানান, এছাড়া অষ্টগ্রাম ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু করতে প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।