নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কসহ হাওরের সৌন্দর্য ঘুরে দেখেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার স্ত্রী ও ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন।
শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে স্পীড বোটে মিঠামইন যান । পরে সেখান থেকে গাড়ি যোগে অল ওয়েদার সড়ক পরিদর্শন করে অষ্টগ্রাম জিরো পয়েন্টে যান। তারপর সেখান ইটনা জিরো পয়েন্টে নেমে কিছুক্ষণ হাওরের সৌন্দর্য দেখে ইটনা জেলা পরিষদ ডাক বাংলোতে বিশ্রাম নিয়ে মিঠামইন ডাক বাংলোতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম শেষে বিকেল সোয়া ৪ টার দিকে আবার স্পীড বোটে হাওর এলাকা ত্যাগ করেন।
ইটনা জিরো পয়েন্টে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ কিশোরগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে আগামীকাল শনিবার সকাল ৯ টার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ১২ টায় ঢাকার উত্তরা বাসায় পৌঁছার কথা রয়েছে।