সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / নিকলী হাওরে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

নিকলী হাওরে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে এসে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীপাড়ের কেওড়া গাছতলা এলাকা থেকে রনি মিয়ার মরদেহ উদ্ধার করে।

পরে দুপুর সোয়া ২টার দিকে একই এলাকায় আলমগীর মিয়ার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই পর্যটক।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিম উদ্দিনের ছেলে রনি মিয়া (২৩) ও গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে মো. আলমগীর মিয়া (২১)। তারা দুজনই রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করতেন এবং পিকআপভ্যান চালাতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ৫৫-৬০ জনের দুটি পর্যটক দল নিকলী হাওরে আনন্দ ভ্রমণে আসেন। ট্রলারে করে হাওর ঘুরে শুক্রবার বিকেলের দিকে নিকলীর ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর পাড়ে কেওড়া গাছতলায় অন্যদের সঙ্গে রনি ও আলমগীর গোসল করতে নামেন।

এ সময় অন্যরা গোসল করে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হন রনি ও আলমগীর। খবর পেয়ে নিকলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তারা কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডেকে নেন। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের খোঁজ মেলেনি। শনিবার সকালে ফের ডুবুরি দল তাদের খোঁজে অভিযান চালায়। বেলা পৌনে ১১টার দিকে রনির মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন আলমগীর মিয়া। পরে দুপুর সোয়া ২টার দিকে তার মরদেহ ওই এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিকলী থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *